মানব পাচারকারীকে দশ বছরের কারাদণ্ড ওদালগুড়িতে

বরাক তরঙ্গ, ২৪ জুন : দুই মানব পাচারকারীকে দশ বছরের কারাদণ্ড হল। সোমবার ওদালগুড়ি জেলা জজ আদালত এই রায়দান করে। পাশাপাশি প্রত্যেককে  ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

ঘটনাটি ঘটে ২০১০ সালের।  ওদালগুড়ি জেলার পানেরি থানার অন্তর্গত মৌলবি বস্তির বাসিন্দা মাখন আলি এবং ১ নং গরয়াঝাড়ের বাসিন্দা বাদশা আলি বাকসা জেলার একটি মেয়েকে বরপেটাতে তার মামার বাড়িতে নিয়ে যাবেন বলে দিল্লির একটি পরিবারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে। মেয়েটির বিয়ে হয় হরিয়ানার এক যুবকের সঙ্গে।

এরপর স্বামীর অনুমতি নিয়ে ওই নারী ২০১৮ সালের ৩০ মে উত্তর কালিখোলায় মামার বাড়িতে আসে। নারী পাচারের পুরো ঘটনাটি তখনই প্রকাশ্যে আসে। নির্যাতিতা ওদালগুড়ি জেলার পানেরি থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 370(4)/34 নং 40/18 এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ সোমবার আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করেন।

Author

Spread the News