বিশাল অজগর ধরা পড়ল হাতিখিরা চা বাগানে! গোটা এলাকায় ছড়াল চাঞ্চল্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের হাতিখিরা চা- বাগানের বিশ নম্বর ডিভিশন থেকে উদ্ধার করা হল এক বিশাল অজগর সাপ, যার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলবেলা, হাতিখিরা চা-বাগানের চারা বাগানের পাশে কিছু শ্রমিক কাজ করছিলেন। হঠাৎই তাঁদের চোখে পড়ে গাছের ছায়ায় কুণ্ডলী পাকিয়ে বসে থাকা এক বিশাল সাপ। প্রথমে আতঙ্কে কেউ কাছে যাননি, তবে খবর পৌঁছায় দ্রুত বাগানের পঞ্চায়েত বিভাগের কর্মীদের কাছে।তারপর শুরু হয় এক উত্তেজনাপূর্ণ রুদ্ধশ্বাস অভিযান। বহু কসরতের পর বাগানের কর্মীরা অজগরটিকে ধরে এনে রাখেন বিশ নম্বর অফিস কার্যালয়ে এবং খবর দেন বন দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে।

তবে এখানেই শেষ নয়! বন দপ্তরের এলিফ্যান্ট স্কোয়াডের প্রতাপ দুষাদ ও তাঁর দল ঘটনাস্থলে পৌঁছাতেই সাপটি আচমকা বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়! ঢুকে পড়ে অফিসের ভেতর। মুহূর্তেই কর্মী, শ্রমিক, প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও হৈচৈ।শেষ পর্যন্ত বনকর্মীরা ও স্থানীয়রা একযোগে আবারও সাপটিকে পাকড়াও করে। প্যাক করে রাখা হয় সুরক্ষিত বস্তায়। পরবর্তীতে বন দপ্তরের দল সাপটিকে নিয়ে যায় চুরাইবাড়ি বনাঞ্চলে, যেখানে সেটিকে মুক্ত করে দেওয়া হয় প্রাকৃতিক পরিবেশে।

Spread the News
error: Content is protected !!