পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া-কালকা মেল, কাটা পড়লেন ৪ জন

৫ নভেম্বর : আবারও ট্রেন দুর্ঘটনা। উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু চার জন পুণ্যার্থীর। কালকা-হাওড়া মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। জানা গিয়েছে,নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।

জানা যাচ্ছে, বিপরীত থেকে আসা চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। যেখানে তাঁদের প্ল্যাটফর্মে নামার কথা, সেখানে তাঁরা উলটো দিক দিয়ে ট্রেন থেকে নামেন। ফলে রেললাইন টপকে অন্যদিকে যেতে হত। কিন্তু আচমকাই পাশের লাইনে ধেয়ে আসে হাওড়া-কালকা এক্সপ্রেস। এবং সেই ট্রেনের আঘাতেই অন্তত ৪ জন যাত্রীর মৃত্যু হয়।

Spread the News
error: Content is protected !!