নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হাতিখিরায়
বরাক তরঙ্গ, ১৭ মার্চ : বাজারিছড়া থানা অধীন হাতিখিরা চা-বাগানের সাত নম্বর লাইনের নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। এ ঘটনা চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মুন্নালাল কৈরী (২৫)। জানা গেছে, তিনি গত বৃহস্পতিবার নিখোঁজ হন। সোমবার সকালে শ্রমিকরা কাজে যাওয়ার সময় দুর্গামন্দিরের পাশের রাবার বাগানে একটি গাছে দেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন।
বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠিয়েছে। মুন্নালাল কৈরীর স্থায়ী বাড়ি রামকৃষ্ণনগরের দামছড়ায় হলেও তিনি বিয়ের পর হাতিখিরার পিএইচই লাইনে বসবাস করছিলেন। স্বামীর আকস্মিক মৃত্যুতে স্ত্রী অসহায় হয়ে পড়েছেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
