মর্যাদার ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফি ৪ নভেম্বর, খেলবে মহামেডান, নর্থ ইস্ট ইউনাইটেড

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : শিলচরের ঐতিহ্যবাহী ক্যাপ্টেন নলিনীমোহন গুপ্ত ট্রফি (এন এম গুপ্ত ট্রফি) আমন্ত্রণ মূলক প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার তারিখে সিলমোহর দিল জেলা ক্রীড়া সংস্থা। সব ঠিকঠাক থাকলে আগামী ৪ নভেম্বর হবে উদ্বোধনী ম্যাচ।অংশগ্রহণকারী ছয়টি দলের নাম‌ও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। যার মধ্যে রয়েছে আইএস‌এলের দুটি দলের রিজার্ভ টিম। এর একটি হলো কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব এবং অন্যটি গুয়াহাটির নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের ব্যাঙ্ক একাউন্টের ডিটেলস পাঠিয়ে দিয়েছে আজ। তাদের প্রমিসিং মানি পাঠানোর জন্য। নর্থ ইস্ট ইউনাইটেডকে ইতিমধ্যে মাঠের ভিডিও পাঠিয়েছেন শিলচর ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য। নর্থ ইস্ট কর্তৃপক্ষ মাঠ দেখে সন্তুষ্ট। ফলে তারাও সবুজ সংকেত দিয়েছে। লক্ষীপুরের লেনরোল এফ সি এবং মণিপুরের ফুটবল ক্লাব রেইনদাই অংশগ্রহণের ব্যাপারে চিঠি দিয়ে সম্মতি জানিয়েছে। সোমবার সম্মতি সূচক চিঠি পাঠিয়েছে আই লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন দল আইজল এফসি। এছাড়া শিলচরের প্রফুল্ল চন্দ্র বণিক স্মৃতি সুপার ডিভিশন চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব দলও ক্যাপ্টেন গুপ্তর ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, লিগ কাম ফাইনাল ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসর। ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত হবে গ্রুপ লিগের ম্যাচ এবং সেরা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে ১১ নভেম্বর। ফাইনাল খেলা ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এখনও গ্রুপ বিন্যাস কিংবা ক্রীড়া সূচি প্রকাশিত না হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুটি আইএস‌এল দলকে পৃথক দুটি গ্রুপে রাখা হবে। এক‌ইভাবে স্থানীয়  লেনরোল‌ এফসি থাকলেও টুর্নামেন্টে অংশ গ্রহণে অসস্মতি জানিয়েছে স্থানীয় ইন্ডিয়া ক্লাব। সুপার ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তাদের অংশগ্রহণ নিশ্চিত ছিল। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কাছ থেকে সোমবার রাতে জানা গেল যে,  ঐতিহ্যবাহী শিলচরের ইন্ডিয়া ক্লাব এই টুর্নামেন্টে আর থাকছে না। এব্যাপারে অসস্মতি জানিয়েছে তারা। তবে এখন তাদের স্থলে কাকে নেয়া হবে, তা অবশ্য জানা যায়নি।

Author

Spread the News