প্রদীপ দত্তরায়কে সম্মাননা বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বিশ্ববিদ্যালয় আন্দোলন ও বরাকের স্বার্থ রক্ষায় সর্বদা সরব থাকার জন্য প্রদীপ দত্তরায়কে সম্মান জানালেন বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি বিশাল নাথ ও কমিউনিকেশন ইনচার্জ সন্দীপ রায় প্রদীপ দত্তরায়ের বাসভবনে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁদের সংস্থার পক্ষ থেকে একটি মানপত্র ও কিছু বই তাঁর হাতে তুলে দেন।
পরে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বিশাল নাথ বলেন যে বরাক উপত্যকায় প্রদীপ দত্তরায় একজন সম্মানিত ব্যাক্তিত্ব। তাঁর নেতৃত্বে আকসার দীর্ঘ আন্দোলনের জন্যই বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা সম্ভব হয়েছে। এছাড়া বরাক উপত্যকার যেকোন সমস্যা নিয়ে তিনি সর্বদাই সরব থাকেন। উপত্যকার সমস্যা নিয়ে ইতিমধ্যে তার দুটি বই প্রকাশিত হয়েছে। বিশাল নাথ বলেন, একজন পাঠক হিসেবে তিনি এসব লেখা থেকে অনেক কিছু জেনেছেন এবং সামাজিক কাজকর্মে অনুপ্রেরণা পেয়েছেন। তিনি বলেন, প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে কিছু ছেলে উঠে এসেছেন যারা বরাক উপত্যকার সমস্যা নিয়ে নিয়ত সোচ্চার হচ্ছেন এবং সর্বস্তরে এর সাকারাত্মক প্রভাব পড়ছে। তিনি বলেন, এসমস্ত কারণেই প্রদীপ দত্তরায়কে তাঁরা সম্মাননা জানানো কর্তব্য বলে মনে করেছেন এবং সেজন্যই আজকের এই উদ্যোগ।

এদিনের সম্মাননা গ্রহণ করে প্রদীপ দত্তরায় বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রতি তাঁর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন যে এর আগেও তিনি যে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি ও রাজীব গান্ধী শিরোমণি পুরস্কার পেয়েছেন তা ভাষা শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। একইভাবে এদিনের সম্মাননাও তিনি ভাষা শহিদদের উদ্দেশ্যে উৎসর্গ করছেন কারণ তাঁর ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বরাক তথা বাঙালিদের অধিকার রক্ষায় যেটুকু ভূমিকা সবটার প্রেরণাই ভাষা শহিদদের আত্মত্যাগ যা বরাক উপত্যকাকে এক অনন্য স্বীকৃতি দিয়েছে।