মেডিক্যালে রোগীর টাকা চুরি, পাকড়াও করলে চোরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ, উঠছে নানা প্রশ্ন
বরাক তরঙ্গ, ৭ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নের মুখে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র অনুযায়ী, সোমবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রোগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা। বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এক চোর। এই ঘটনাটি নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতিগ্ৰামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতেনাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের কাছে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে, দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন।” হোমগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় মানুষ।
এদিকে, হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তাঁরা জানান, তাঁদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাঁরা লোকটি মাদক আসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন। পরে যখন তাঁরা জানেতে পারেন লোকটি আসলেই চোর তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায় সঙ্গে সঙ্গেই এই চোরকে আটক করতে তদন্তে নেমেছেন।