হোলি, পিছিয়ে নেওয়া হল জুমার নামাজ

৭ মার্চ : আগামী ১৪ মার্চ শুক্রবার হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি। যা হিন্দুদের কাছে রংয়ের উৎসব হিসাবেই পরিচিত। ওইদিন আবার মুসলিমদের জুমাবার হওয়ায় মসজিদে বিশেষ জুমার নামাজ আদায় করা হয়। দুই সম্প্রদায়ের উৎসব পালনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জুমার নামাজ আদায়ের সময় পিছিয়ে দিয়েছে লখনউয়ের জামা মসজিদের পরিচালন সমিতি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সমিতির তরফে মুসল্লিদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘হোলির দিন জুমার নামাজ বেলা সাড়ে বারোটার পরিবর্তে পৌনে দুটোর সময়ে অনুষ্ঠিত হবে। দুই সম্প্রদায় যাতে শান্তিতে ও নির্বিঘ্নে উৎসব ও ধর্মীয় আচার পালন করতে পারে তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

হোলি, পিছিয়ে নেওয়া হল জুমার নামাজ

কয়েক বছর ধরেই হোলির দিন জুমা বার পড়লে জুমার নমাজের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন মসজিদ পরিচালন সমিতি। শুধু লখনউ নয়, মোরাদাবাদ-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একই রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথম দিকে কট্টর মুসল্লিরা ওই সিদ্ধান্তে আপত্তি জানালেও সিংহভাগ মুসলিমরা জামা মসজিদ-সহ বিভিন্ন শীর্ষ সংগঠনের সিদ্ধান্ত মেনে নেওয়ায় কোনও ঝামেলা হয়নি। হিন্দুদের ধর্মীয় উৎসবের দিন নামাজের সময় বদলে দেওয়া নিয়ে মুসলিমদের সংগঠন অল ইন্ডিয়া শিয়া পার্সোনেল ল’ বোর্ডের মহাসচিব মওলানা ইয়াসুব আব্বাস এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হোলির দিন মুসলিমদের জুমা বার পড়েছে। আমরা চাই হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় সম্প্রীতি রক্ষা করে নিজেদের উৎসব পালন করুন। কেউ যাতে দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন না নষ্ট করতে পারে তার জন্য সবাই সতর্ক থাকুন।’

হোলি, পিছিয়ে নেওয়া হল জুমার নামাজ

Author

Spread the News