দুর্ঘটনায় মৃত্যু হোজাই ডিএসপির পিএসও বসির আহমদের

দুর্ঘটনায় মৃত্যু হোজাই ডিএসপির পিএসও বসির আহমদের

বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল হোজাই ডিএসপি ইকবাল আহমেদের পিএসও বসির আহমদের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে ডবকার সরুপাথরে জাতীয় সড়কে। হাইওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বসির আহমদ নিহত হন। ডিউটি শেষ করে ঘরে ফেরার পথে একটি অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

একই সময়ে আরও একটি দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি রাস্তায় পড়ে থাকার সময় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়।

Author

Spread the News