হামাস হানার বর্ষপূর্তি, হাইফায় ফের রকেট হামলা হিজবুল্লার

৭ অক্টোবর : চলছে হামাস হানার বর্ষপূর্তি পালন। আর আরেক দিকে
ইজরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার রাতেও হাইফায় বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে হিজবুল্লার রকেটের আঘাতে। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,  হাইফা ছাড়াও তিবেরিয়াস শহরেও রকেট হামলা হয়েছে। হামলায় আহত হয়েছেন ১০ জন। অন্যদিকে, লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে রবিবার রাতে বিমান হামলা চালায়  ইজরায়েল। এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা চালান হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের হামলায় কেঁপে উঠেছিল ইজরায়েল। আজ অর্থাৎ সোমবার সেই ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তি পালন করছে ইহুদি রাষ্ট্রের মানুষেরা। এই ঘটনার পর গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তারপর থেকে শুরু হয় যুদ্ধ। এখনও চলছে সেই যুদ্ধ। তবে যুদ্ধ এখন শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল।

হামাস হানার বর্ষপূর্তি, হাইফায় ফের রকেট হামলা হিজবুল্লার
হামাস হানার বর্ষপূর্তি, হাইফায় ফের রকেট হামলা হিজবুল্লার

Author

Spread the News