হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে রবীন্দ্রসঙ্গীত কর্মশালা শুরু, গুনিজন সংবর্ধনা
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শনিবার হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে শুরু হলো দুই দিনের রবীন্দ্র সঙ্গীত কর্মশালা। এদিন সেবা সমিতি প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভারম্ভ করেন রামকৃষ্ণ সেবা সমিতি পরিচালনা সমিতির সভাপতি শেখর চৌধুরী, প্রবীণ চিত্রশিল্পী নীহারেন্দু চৌধুরী , প্রবীণ সঙ্গীত শিল্পী দিপ্তী দত্ত,প্রবীণ তবলা বাদক সত্যব্রত পুরকায়স্থ্য, প্রবীণ সঙ্গীতজ্ঞ সলিল পুরকায়স্থ। প্রত্যেকেই সেবা সমিতির কর্মশালায় অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত উত্তর-পূর্ব ভারতের প্রখ্যাত গায়িকা, আকাশবাণী অনুমোদিত ‘এ’-গ্রেড প্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য বলেন স্বল্প সময়ের এই কর্মশালায় তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। প্রসঙ্গত অসাধারণ কণ্ঠ, ভাব-বোধের অধিকারিণী এই শিল্পীর পরিবেশনা বরাবরই মুগ্ধ করেছে শ্রোতা-দর্শককে। যা প্রথম দিনের কর্মশালা থেকে শিক্ষার্থী এবং আয়োজকেরা বিশেষ ভাবে উপলব্ধি করেন।

অন্যদিকে, উদ্বোধনী সভায় হাইলাকান্দি শহরের বেশ কয়েকজন সঙ্গীত ও বাদন শিল্পী কে যুব শাখার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে ছিলেন দীপশংকর পাল, মলিনা চৌধুরী, বন্দনা চক্রবর্তী, পাপড়ি দেবনাথ, মালা ভট্টাচার্য, তাপসী পাল, অমৃতা চক্রবর্তী, কিরিটি চক্রবর্তী, দেবজিৎ দাস, মিসমি চক্রবর্তী, শ্রাবনী ভট্টাচার্য। এছাড়াও দুই জন সংঘটক কে ও তাদের সমন্বয় কাজের জন্য সম্মাননা জানানো হয়। তারা হলেন শনবিল এলাকার বিশিষ্ট আবৃত্তিকার বিশ্বজ্যোতি ভট্টাচার্য ও হাইলাকান্দির বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী শংকর চৌধুরী।

কর্মশালায় প্রায় ১০০ জন বিভিন্ন বয়সের শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। যুব শাখার আহ্বায়ক ড০ তীর্থঙ্কর চক্রবর্তী জানান রবিবার সন্ধ্যায় কর্মশালার সমাপন হবে এবং শিক্ষার্থী দের প্রশংসা পত্র প্রদান করা হবে।