শিক্ষক দিবসে বরাক থেকে একমাত্র রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দির সুফিয়ান
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শিক্ষক দিবসে রাজ্য সরকারের কৃতী পুরস্কারের তালিকায় বরাক থেকে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তিনি হলেন সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া।
আগামী ৫ সেপ্টেম্বর অসম সরকারের পক্ষ থেকে ১৫ জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্যস্তরে কৃতী শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হবে। আর এতে বরাক উপত্যকার মধ্যে সেকেন্ডারি স্তরে রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষা খণ্ডের অন্তর্গত পিএমশ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকি বড়ভূইয়া রয়েছেন। শিক্ষক দিবসের দিন তেজপুর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হবে।
বরাক উপত্যকা থেকে বাছাই কৃত এই তরুণ শিক্ষকের বাছাই জেলা জুড়ে আনন্দের বার্তা নিয়ে এসেছে। সুফিয়ান শিক্ষকতা পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন।তিনি জানান, রাজ্য স্তরের পুরস্কারের জন্য তিনি নির্ধারিত প্রপত্রে আবেদন করেছিলেন। আর সেই মতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তালিকায় নিজের নাম দেখে ভীষণ আপ্লূত। এই সম্মানকে তিনি জেলাবাসীর উদ্দেশ্য সমর্পণ করেন।
এদিকে, এখবর চাউর হওয়ার পর জেলার বিভিন্ন মহল থেকে সুফিয়ান সিদ্দিকিকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদিব রায় সহ বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত সহ জেলার বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা অভিনন্দন জানিয়েছেন।