হাইলাকান্দি জেলা পরিষদের নয়া সিইও রুথলিয়েঙথাঙ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : অসম পাবলিক সার্ভিস কমিশনের প্রবীণ আধিকারিক রুথলিয়েঙথাঙ শুক্রবার হাইলাকান্দি জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তিনি  ভারপ্রাপ্ত সিইও এডিসি রক্তিম বরুয়ার কাছ থেকে কার্যকর গ্রহণ করেন।

রুথলিয়েঙথাঙ দিশপুরের আসাম সচিবালয়ের পার্সোনাল বিভাগে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে হাইলাকান্দি জেলা পরিষদে সিইও হিসেবে যোগ দিলেন। রুথলিয়েঙথাঙ  বরাক উপত্যকার তিন জেলায় আগে বিভিন্ন পদে কাজ করেছেন।

হাইলাকান্দি জেলা পরিষদের নয়া সিইও রুথলিয়েঙথাঙ

Author

Spread the News