হাইলাকান্দিতে ৩৭ জন কৃতী শিক্ষক সংবর্ধিত

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ৬৪তম শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি জেলা প্রশাসন এবং জেলা বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেলার ৩৭ জন কৃতী শিক্ষককে সংবর্ধনা জানায়। এদিন হাইলাকান্দি শহরের পিএমশ্রী পাবলিক হায়ার  সেকেন্ডারি স্কুলে জেলাস্তরের শিক্ষক দিবস উদযাপন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন হাইলাকান্দি এসএস কলেজের সহযোগী অধ্যাপক ড. বিধানচন্দ্র দেব, অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায়, বিদ্যালয়সমূহের পরিদর্শক তাপস দত্ত কাটলিছড়া শিক্ষা খণ্ডের শিক্ষা অধিকারী নজমুল হক লস্কর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সময় পরিদর্শক তথা উদযাপন সমিতির সচিব তাপস দত্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পাবলিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা অনিন্দিতা চক্রবর্তী।

মুখ্য অতিথি নিজের বক্তব্যে শিক্ষকতার একাল ও সেকাল নিয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদিব রায় হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের প্রতি আরও আন্তরিক হতে আহবান জানান। তিনি শিক্ষকদের সমাজের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডে জড়িত থেকে এক সুন্দর স্বচ্ছ সমাজ গড়ে তুলতে অনুরোধ জানান। তিনি আশা ব্যক্ত করেন যে শিক্ষক শিক্ষিকাদের সর্বাঙ্গীণ প্রচেষ্টার ফলে জেলায় শিক্ষার মান উন্নয়ন হচ্ছে।

এদিন রাজ্য এবং জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মানপত্র ও স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয় মোট ৩৭ জন শিক্ষক-শিক্ষিকাকে।

সংবর্ধিতরা হলেন যথাক্রমে হাইলাকান্দি সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল এইচএস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজশ্রী সরকার, হাইলাকান্দি হরিচরণ মহামায়া গার্লস হাইস্কুলের বিজ্ঞান শিক্ষিকা কে ইন্দিরা সিংহ, জিসি আরবি মেমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক মৃদুলকান্তি দাস আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিফজুর রহমান মজুমদার অন্নদাচরণ গার্লস এইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষক আহমেদ আলি মজুমদার হাইলাকান্দি পাবলিক হাইয়ার  সেকেন্ডারি স্কুলের সরকারি সহকারী শিক্ষিকা মনিমিতা দাস গুপ্ত, নিত্যানন্দপুর হাই স্কুলে বিজ্ঞান শিক্ষক এল রতেন্দ্র সিংহ, গোপাল রাম সারদাচরণ এম স্কুলের বিজ্ঞান শিক্ষক পার্থ শংকর দাস বড় হাইলাকান্দি আমি স্কুলের সহকারী শিক্ষক সালে আহমেদ বড়ভূইয়া, চণ্ডিপুর এম ই স্কুলের সহকারী শিক্ষক বিভাস রায় ১৪৭ নম্বর ভাইয়ার পার এলপি স্কুলের প্রধান শিক্ষিকা বেগম চৌধুরী, পূর্ব কিত্তার বন্দ এমই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলি মাঝারভূঁইয়া, কালীনগরপার এলপি স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক চৌধুরী, ২৮ নম্বর নীলমণি পাঠশালার প্রধান শিক্ষক মুইমুন্নেসা লস্কর, ৭৫৭ নং উত্তর লক্ষীপুর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা আয়েশা বেগম লস্কর, ৫২৮ নম্বর সিরিসপুর এলপি স্কুলেরসহকারী শিক্ষিকা আরতি ভৌমিক হরে কিছু হাই স্কুলের সহকারী শিক্ষক রাজেশকান্তি পাল হরিজন পাঠশালার সহকারী শিক্ষক সিদ্ধার্থ শংকর সেন ১৮২ নং ছোট জামিরা স্কুলের প্রধান শিক্ষক তৈয়িরুর রহমান লস্কর ৫১৭ নং শ্যামাচরণ দেব জ্ঞানদা সুন্দরী পাঠশালার প্রধান শিক্ষক মণিলাল দেবনাথ, ২৩৪ বিষ্ণুপুর এমপি স্কুলের সহকারী শিক্ষক জিবিতেশ দাস, ভিসিংসা এম ই স্কুলের সহকারী শিক্ষক খাদিজা খানম চৌধুরী, বিএল এমই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াই সমোজিৎ সিংহ, চান্দপুর এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক মিহিরকান্তি দেব, ভজন্তিপুর এমভি স্কুলের সহকারী শিক্ষক প্রণব নাথ মজুমদার, দুর্গাচরণ এমবি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল হান্নান বড়ভূইয়া, বেহুল এমভি স্কুলের প্রধান শিক্ষক শ্যামল দাস, জনমঙ্গল সিনিয়র বেসিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান বড়ভূইয়া, ৯১ নং লালাছড়া এলপি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপর্ণ কুমার নাথ, চৌদ আলি এল পি স্কুলের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মইন উদ্দিন লস্কর, ৫১৯ নং দয়াময়ী পাঠশালার সহকারী শিক্ষিকা গোপা সেনগুপ্ত, আয়নাখাল গভঃ এ ক্লাশ এল পি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিতা নাথ মজুমদার, এসকে দেব হাইস্কুলের সহকারী শিক্ষক তথা সিআরসিসি বারিদকান্তি পাল, ৩০৫ নং রাঙ্গাউটি বেসিক স্কুলের সহকারী শিক্ষিকা

Spread the News
error: Content is protected !!