হাইলাকান্দির কলেজ গুলিতে ৩৩৭৮নিযুত ময়না ফর্ম বণ্টন
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : হাইলাকান্দি জেলার সাতটি কলেজে বুধবার ৩৩৭৮জন ছাত্রীকে ‘নিযুত মইনা’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের হিতাধিকারী নির্বাচনের জন্য ফর্ম বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার জেলার ৬টি প্রবিয়েনসিলাইড হায়ার সেকেন্ডারি স্কুলের ৯৭৩ জন ছাত্রীদের মধ্যে এই ফর্ম বণ্টন করা হবে। বুধবার জেলার কলেজ গুলিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ফর্ম বন্টন কেন্দ্রীয় অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং বড় পর্দায় দেখানো হয়। হাইলাকান্দি শহরের এসএস কলেজের ফর্ম বণ্টন অনুষ্ঠান ও লাইভ স্ট্রিমিং এ বিধায়ক জাকির হোসেন লস্কর, জেলা কমিশনার অভিষেক জৈন ও এডিসি ত্রিদিব রায় অংশ নেন।