হাইলাকান্দিতেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ জুলাই : সুখ ও সমৃদ্ধির জন্য পরিবার পরিকল্পনার পদ্ধতি সমূহ অবলম্বনের আহ্বান জানিয়ে হাইলাকান্দিতেও শুক্রবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসংখ্যা বৃদ্ধির ফলে দেখা দেওয়ার সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোর জন্য সারথি ভেন নামক একটি প্রচার গাড়ির যাত্রা শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে পতাকা নেড়ে প্রচার গাড়িটির যাত্রাথ সূচনা করেন এডিসি লাইরহলু খেনতে। আগামী ২৪ জুলাই পর্যন্ত এই প্রচার গাড়িটি জেলার বিভিন্ন স্থান পরিক্রমা করার পাশাপাশি চব্বিশ জুলাই পর্যন্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করবেন। প্রচার গাড়িটির যাত্রা শুরু করার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে। স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক রাজিব রঞ্জন গগৈ এবং অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেটিএস রঙমাই প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটি পালন উপলক্ষে কৃতী তিনজন আশা কর্মীকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এঁরা হলেন আসমা বেগম চৌধুরী, ফাতিমা বেগম লস্কর এবং আলফাতুন্নেছা বড়ভূইয়া।