শান্তিপূর্ণ মহরম পালনে হাইলাকান্দিতে প্রশাসনের সভা

জনসংযোগ, হাইলাকান্দি। 
বরাক তরঙ্গ, ২৫ জুন : হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা ও   জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গনে শারীরিক প্রদর্শনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিভারে-র পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আসন্ন মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয়।

সভায় মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়। পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোন বিতর্কিত বা প্ররোচনামূলক স্লোগান না দিতেও জানিয়ে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রার বেশি সাউন্ডের মাইকও বাজানো যাবে না বলে জানানো হয়। জেলা কমিশনার হিভারে  স্বেচ্ছাসেবকদেরকে বেশি মাত্রায় সচেতন থাকতে মহরম কমিটিগুলিকে উদ্যোগ দেওয়ার আবেদন জানান।

শান্তিপূর্ণ মহরম পালনে হাইলাকান্দিতে প্রশাসনের সভা

সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা তাজিয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদেরকে লম্বা দড়ি দিয়ে সুশৃঙ্খলে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন যাতে করে শোভাযাত্রায় অন্য কোন লোক এসে ঢুকতে না পারে। পাশাপাশি তিনি শোভাযাত্রার সময় সড়কের এক-তৃতীয়াংশ যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে বলেন। সভায় দুই বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং নিজাম উদ্দিন চৌধুরী সহ দুইজন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর এবং দিলোয়ার হোসেন বড়ভূইয়া মহরম কমিটির কর্মকর্তা এবং জেলার প্রবীণ নাগরিকরা অংশ নেন।

Spread the News
error: Content is protected !!