হাইলাকান্দিতে শান্তিপূর্ণ শারদোৎসব পালনে প্রশাসনের সভা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলায় আসন্ন শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈন-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয়, আসন্ন দুর্গাপূজার অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে দরখাস্ত দাখিল করতে হবে। সার্কেল অফিসার এবং থানার ওসিদের যৌথ পরিদর্শনের পর অনুমতি প্রদান করা হবে। সভায় জানানো হয় যে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, মাইক ইত্যাদির জন্যও অনুমতি নিতে হবে। পূজা মণ্ডপগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক পরিচয় পত্র দিয়ে নিয়োগ করতে পূজা কমিটি গুলিকে সভায় জানিয়ে দেওয়া হয় এবং এই নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পূজোর ৭ দিন আগে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। মন্ডপে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং মন্ডপে অগ্নি নির্বাপনের যথেষ্ট সুযোগ-সুবিধা রাখার পাশাপাশি সিসিটিভি সংস্থাপন করতে বলা হয়। রাত্রি দশটার পর মন্ডপের মাইক বাজানো যাবে না বলে সভায় জানিয়ে দেওয়া হয়। এছাড়া দিনের বেলাও ৬৫ ডেসিবলের বেশি মাইকের আওয়াজ বাড়ানো যাবে না বলে জানানো হয়। পূর্ত বিভাগের রাস্তার পাশে পূজা উপলক্ষে কোন মেলা স্টল হ ইত্যাদি না-বসাতে এবংদুর্গা প্রতিমার বিসর্জন ঘাটে একসঙ্গে দুর্গা প্রতিমার সঙ্গে ১০ জনের বেশি লোক থাকা যাবে না বলে সভায় জানানো হয়। সভায় অংশ নিয়ে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান জনসাধারণের নিরাপত্তা এবং সব পরিবার যাতে নির্বিঘ্নে দুর্গোৎসবে অংশ নিতে পারেন সে ব্যাপারে পুলিশ প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, পূজার অনুমতি দেওয়ার ক্ষেত্রে অগ্নিনির্বাপনের বাহিনীর গাড়িগুলি যাতে সহজে মণ্ডপে আসা যাওয়া করতে পারে, সেদিকে দৃষ্টি রাখা হবে। রাত্রিকালীন সময়ে পূজা মণ্ডপের পাহারার জন্য দায়িত্বশীল স্বেচ্ছাসেবক রাখতে পূজা কমিটিগুলির প্রতি সিনিয়র পুলিশ সুপার আবেদন জানান। তিনি পুরসভাকে পার্কিংয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দিতে পরামর্শ দেন। সভাপতির ভাষণে জেলা কমিশনার জৈন পুরসভা, এপিডিসিএল, পূর্ত ইত্যাদি বিভাগকে তাদের পরিষেবা দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেন।