উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সকাল ৯টায় কলা, বিজ্ঞান, বাণিজ্য এবং পেশাগত শাখার উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মোট বারোটি ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল। এ বছর ৩,০২,৪২০ পরীক্ষার্থী ছিল।

বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পশ্চিম কার্বি আংলং। ১০০ শতাংশ উত্তীর্ণ। দ্বিতীয় স্থানে শিবসাগর। ৯৭.১৩ শতাংশ পাসের হার।

কলা বিভাগে পাসের হারে প্রথম স্থানে বাক্সা জেলা। ৯৫.২১ শতাংশ পাসের হার। দ্বিতীয় দরং জেলা। ৯৩.৮২ শতাংশ।

এ দিকে, বাণিজ্য শাখায় ১০০ শতাংশ উত্তীর্ণ হয়ে প্রথম জেলা হিসেবে রয়েছে দক্ষিণ শালমারা। জেলায় মোট ১১ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ৯ জন প্রথম বিভাগে ও দুইজন দ্বিতীয় বিভাগে পাস হয়।

https://www.iresults.in
https://www.assamresult.in
https://iresults.net
https://assamjobalerts.com
https://www.vidyavision.com
https://www.indiaresults.com
https://www.jagranjosh.com
http://www.schools9.com
https://www.ndtv.com
https://www.results.shiksha

Spread the News
error: Content is protected !!