শিলচর বার অ্যাসোসিয়েশনের সভায় হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম

বরাক তরঙ্গ, ১০ জুলাই : শিলচর বার অ্যাসোসিয়েশনের ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে “ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা” শীর্ষক বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার শিলচর বার অ্যাসোসিয়েশনের বিল্ডিং চত্তরে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম, হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, এলডি সুভাষচন্দ্র বিশ্বাস, শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায় সহ নবীন-প্রবীণ আইনজীবীরা।

এ দিন মঞ্চে উপবিষ্ট সবাইকে উত্তরীয় সহ স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানান বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর স্বাগত বক্তব্যে সম্পাদক নীলাদ্রি রায় বলেন, শিলচর বার অ্যাসোসিয়েশন অসমের আইনজীবীদের কাছে এক গুরুত্বপূর্ণ বার অ্যাসোসিয়েশন। মুখ্য অতিথি গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুমন শ্যাম বক্তব্যের প্রথমে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে “ভারতীয় নির্মাণের চেতনা আপলোড করতে বার এবং বেঞ্চের ভূমিকা” নিয়ে বিস্তরিত আলোচনা করেন। সেই শিলচরের সঙ্গে জড়িয়ে থাকা পুরোনো স্মৃতি গুলো তুলে ধরেন।

Author

Spread the News