৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক দুই যুবতী সহ ৩

বরাক তরঙ্গ, ২৫ মে : দুই যুবতী সহ তিনজনকে মাদক সমেত আটক করল কাছাড় পুলিশ। ৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়। কাছাড় পুলিশের আরও এক বৃহৎ সাফল্য। শনিবার জাতীয় সড়কের সোনাবাড়িঘাট অঞ্চলে মাদক বিরোধী অভিযান চালিয়ে এস ২৬ এ ২৫২২ নম্বরের একটি চার চাকার বাহনের গতিরোধ তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত সহ আটক তিন পাচারকারীকে। ১কেজি ৩৩৯গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। আটক করা দুই যুবতী হল চিনলাম (৩৭) ও মহামদা (৩২)। আরেকজন হল শাহরুখ আলি (২৫)। চিনলাম মণিপুরের চুড়াচাঁদপুের বাসিন্দা। বাকি দুজন বরপেটা জেলার।

৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক দুই যুবতী সহ ৩

রবিবার পুলিশ সুপার নুমুল মাহাতো জানান, বহিঃরাজ্যে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল  হেরোইনগুলি। আটক করা তিনজন ব্যক্তিকে পুলিশ জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বাজেয়াপ্ত হেরোইনের বাজার মূল্য ৬ কোটি ৫ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

৬ কোটি ৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, আটক দুই যুবতী সহ ৩
Spread the News
error: Content is protected !!