তরুণীর বিয়েতে সাহায্য হৃদয়ের
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : পিতৃমাতৃহীন তরুণীর বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। কনকপুর মহাদেব বাড়ি রোডের দাস পদবীর তরুণীর বিয়ের জন্য ক্ষুদ্র সাহায্য তার নিকটাত্মীয়দের হাতে তুলে দেন হৃদয়ের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সভাপতি গুণোজ্যোতি দত্ত, সদস্য অনামিকা পাল, রিঙ্কু কুন্ডু ও রুম্পা কংস বণিক।