স্কুলের রাস্তার জন্য বালু পাথর দিল হেল্প ফর ইউ এনজিও

বরাক তরঙ্গ, ৩০ জুন : সোনাই শিক্ষা খণ্ডের অধীন সৈদপুর দ্বিতীয় খণ্ডে ৩০২ নম্বর এলপি (নন্দকিশোর এমই) স্কুলের রাস্তাটি সংস্কার কাজে হাত দিল সোনাবাড়িঘাটের বেসরকারি সামাজিক সংস্থা হেল্প ফর ইউ। স্কুল পরিচালন সমিতির সভাপতি শিলারানি রায়ের আবেদনে সাড়া দিয়ে এনজিওর কর্মকর্তারা রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেন। সৈদপুর গ্রামীণ সড়ক থেকে প্রায় ১০০ মিটার দূরে রয়েছে স্কুলটি। এই ১০০ মিটার রাস্তা পাশে ক্ষেতের জমির সঙ্গে মিশিয়ে একাকার হয়ে গেছে। এতে স্কুলের কচিকাঁচা পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষা মরসুম স্কুল পড়ুয়ার সড়ক থেকেই নেমে স্কুলে আসার সময় পা পিছলে পড়ে নানা অঘটন প্রায় ঘটেই। এই অবস্থা দেখে স্কুল পরিচালন সমিতির সভাপতি শিলারনি হেল্প ফর ইউ এনজিওর কাছে বালু পাথর ফেলার জন্য আবেদন রেখেছিলেন। আর এই আবেদনে রবিবার দুই গাড়ি বালু পাথর নিয়ে স্কুলে পৌঁছেন এনজিওর সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া সহ কর্মকর্তারা। এবং বালু পাথরগুলো রাস্তায় ফেলার কাজ শুরু করে দেন। এনজিও এমন কাজে সভাপতি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্কুলের রাস্তার জন্য বালু পাথর দিল হেল্প ফর ইউ এনজিও

এদিকে, কমরুল ইসলাম বড়ভূইয়া জানান, ১১ হাজার টাকা করে দু’টি গাড়ি বালুপাথর (সেন্ট্রি) এনজিওর পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও এক লরি দেওয়া হবে বলে জানান। এদিন এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রুহুল আমিন চৌধুরী, সদস্য কালা মিয়া, রেহমাজুল হক, হাফিজ আমরুল ইসলাম বড়ভূইয়া এবং এলাকার পক্ষে ছিলেন পবন কুমার রায়।

Author

Spread the News