ছেলে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে দেহ নিয়ে  মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলেন হেলিম

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : হত্যাকারীর উপযুক্ত বিচার চেয়ে ছেলের মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলেন বাবা হেলিম শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় জুজাং পাহাড়ের নিচে নিখোঁজ ছেলে রাহুলের মৃতদেহ এক গর্ত থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর শুক্রবার রাহুলের মরদেহ নিয়ে মুর্শিদাবাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।  এ দিন মেডিক্যাল থেকে ছেলে লাশ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনাটির বিবরণ জানিয়ে হেলিম শেখ তাঁর ছেলে হত্যাকারীদের কড়া শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা‌ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছাড়ের জেলা পুলিশ প্রশাসনের কাছে।

হেলিম শেখ জানান, গত সোমবার লক্ষীপুর থানার অন্তর্গত জিরিঘাট বাজারে বিড়ি ফেরি দিতে গিয়ে সেখানে রাহুল শেখ ও তসির শেখ দুইজনের মধ্যে বিরাট ভাবে কথা কাটাকাটি হলে এক সময় হাতাহাতি চলে যায়। এরপর রাহুল তাঁর মটর সাইকেল নিয়ে জিরিঘাট থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হন এবং তাঁর পিছু ধাওয়া করে তসির, এরপর থেকেই রাহুল নিখোঁজ। পরবর্তীতে তিনি ছেলের খোঁজ না পেয়ে ছেলের সঙ্গীদের সঙ্গে কথা বলেন, কেউ‌ ছেলে রাহুলের সন্ধান দিতে অক্ষম। এদিকে সেদিন দুপুর থেকেই রাহুলের মোবাইলটি বন্ধ দেখাছিল, এরপর তিনি লক্ষীপুর থানায় গিয়ে একটি নিখোঁজের অভিযোগ দাখিল করেন ও সেখানেও তসির শেখ ও আবু শেখের উপর সন্দেহ করেন অভিযোগ দাখিল করেন। এরপর তিনি ছেলের খোঁজে নিজস্ব লোকদের নিয়ে ছেলেকে খুঁজতে জিড়িঘাটে পৌঁছেন। পাহাড়ের নিচে খুঁজতে থাকেন। শেষে গর্তে পুঁতে রাখা রাহুলের মরদেহটি উদ্ধার করেন।

ছেলে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে দেহ নিয়ে  মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলেন হেলিম
রাহুল শেখের ফাইল ছবি।

শুক্রবার দুপুরে ময়নাতদন্তের পর মরদেহটি নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখ্য, হেলিম শেখরা শিলচর ঘনিয়ালায় ভাড়াটে হিসেবে ছিলেন। তসির শেখরাও ভাড়া থাকতেন ঘনিয়ালায়। 

ছেলে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়ে দেহ নিয়ে  মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলেন হেলিম

Author

Spread the News