নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু পাইলট সহ ৬ জনের

১১ এপ্রিল : বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পরে নদীতে। ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট সহ ৬ জনের। মৃতদের মধ্যে বিখ্যাত বহুজাতিক সংস্থা ‘সিমেন্স’-এর স্পেন শাখার প্রধান অগাস্টিন এস্কোবার ও তাঁর পরিবারও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প।

সুত্রের খবর, এদিন অগাস্টিন নিউ ইয়র্ক শহরটি ঘুরে দেখার জন্য একটি কপ্টার ভাড়া করেন। কপ্টারটিতে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী এবং ৩ শিশু সন্তানও ছিল। আচমকাই কপ্টারটি মাঝাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে হাডসন নদীতে গিয়ে পড়ে। এই ঘটনার একটি ভিডিও(ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে কপ্টারটিকে হাওয়ায় পাক খেতে খেতে নদীতে পড়ে যেতে দেখা যাচ্ছে।

ঘটনাপ্রসঙ্গে নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, দুপুর ৩ টে নাগাদ কপ্টারটি উড়েছিল। এরপর মাত্র ১৮ মিনিট নিউ ইয়র্কের আকাশে ওড়ার পর কপ্টারটি ভেঙে পড়ে। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেঙে পরা কপ্টারটির ভেতর থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হলে কিছুক্ষন পর তাঁদেরও মৃত্যু ঘটে।

নদীতে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত্যু পাইলট সহ ৬ জনের
Spread the News
error: Content is protected !!