রাধামাধব কলেজে প্রাণঘাতী হামলার অভিযোগ, এনএসইউআই সদস্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : শিলচরের রাধামাধব কলেজে ছাত্র সংগঠনের সদস্য পদ অভিযান ঘিরে শুক্রবার রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এনএসইউআই-এর সদস্য দীপঙ্কর হাজমের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এভিবিপি) কর্মীদের বিরুদ্ধে।
আহত ছাত্র দীপঙ্কর হাজম শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে দায়ের করা অভিযোগে জানান, অভিযুক্ত রাহুল শীল, শুভজিৎ চৌধুরী সহ এভিবিপি-র একাধিক সদস্য তাকে দীর্ঘদিন ধরে ফোনে গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। আজ কলেজ প্রাঙ্গণে সদস্য পদ অভিযানের সময়, কলেজের ভেতর ও বাইর থেকে প্রায় ৫০–৬০ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দীপঙ্করের দাবি, এটি ছিল পূর্বপরিকল্পিত ও প্রাণঘাতী হামলা।
এনএসইউআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলা গণতান্ত্রিক ছাত্র রাজনীতির উপর একটি কাপুরুষোচিত আক্রমণ। সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে।