তিনটি পরিবারের পাশে দাঁড়াল হৃদয়
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : পৃথক পৃথক সামগ্রী নিয়ে তিনটি পরিবারের পাশে দাঁড়াল শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শুক্রবার প্রথমে স্কুল পড়ুয়ার হাতে বই খাতা তুলে দেওয়া হয়। এরপর আগুনে পুড়ে যাওয়া দুস্থকে বালিশ তোষক দান ও বিয়ের জন্য সাহায্য প্রদান করা হয়েছে। এক ছাত্রীকে একটি সাজেশন ও খাতা কলম দেওয়া হয়।
গীতারানি দাস নামে এক দুস্থ মহিলার ঘরে আগুন লাগলে তিনি ও তাঁর মেয়ে আহত হন। ঘরের আসবাবপত্র পুড়ে যায়। মহিলার হাতে তোষক, বালিশ ইত্যাদি দিয়ে সাহায্য করা হয়। সাবাজপুর নিবাসী সূত্রধর পদবীর এক মেয়ের বিয়ের জন্য ক্ষুদ্র সাহায্য হাতে তুলে দেওয়া হয়। কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংস বনিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল।
