রামকৃষ্ণ মিশনে হৃদরোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ হার্ট কেয়ার সোসাইটির

রামকৃষ্ণ মিশনে হৃদরোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ হার্ট কেয়ার সোসাইটির

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : হৃদরোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল গরীব ও মধ্যবিত্তদের পক্ষে অনেক সময় সেক্ষেত্রে অর্থ ব্যয় করা অনেক কষ্টকর হয়ে উঠে যার ফলে আজকের এই বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করার ফলে সবাই উপকৃত হবেন। রবিবার হার্ট কেয়ার সোসাইটি অফ অসম (করিমগঞ্জ চ্যাপ্টার)-এর উদ্যোগে ও বিবেকানন্দ ডিসপেনসারি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (রামকৃষ্ণ মিশন)-এর ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে এক হার্ট চেকআপ কেম্প উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের প্রধান সম্পাদক প্রেমঘনানন্দ মহারাজ। হার্ট কেয়ার সোসাইটি অফ অসম (করিমগঞ্জ চ্যাপ্টার) এর সভাপতি ডাঃ অরুণাভ চৌধুরীর পৌরহিত্য মহারাজ বলেন, এই চিকিৎসা সেবায় অনেক মানুষ উপকৃত হবেন। তিনি আয়োজক সংস্থার সেবা মূলক কাজের প্রশংসা করেন এবং আগামিদিনেও এধরনের সেবা মূলক কাজ করার আবেদন জানাই।

হার্ট কেয়ারের পক্ষ থেকে বিরাজ নাথ বলেন আমরা কৃতজ্ঞ রামকৃষ্ণ মিশনের জন্য তাদের সহযোগিতায় শুধু অভিজ্ঞ চিকিৎসক নয় বেশ কিছু ওষুধ ও প্রয়োজনে স্বল্পমূল্যে ক্লিনিকেল টেস্টের আয়োজন করা হইয়াছে। তিনি বলেন, এই চিকিৎসা শিবির পরিচালনা করতে এগিয়ে এসেছেন টরেন্ট ফার্মাসিউটিক্যাল এবং লুপিন ফার্মাসিউটিক্যাল তাদের সবাইকে সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীদিনে এধরনের সেবামূলক কাজে তাদের সাহায্য যেন আমরা পাই।

রামকৃষ্ণ মিশনে হৃদরোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ হার্ট কেয়ার সোসাইটির

এদিনের শিবিরে রোগীদের চিকিৎসা সেবায় ছিলেন ডাঃ অরুণাভ চৌধুরী, ডাঃ আহমেদ আব্বাস, ডাঃ এশাসান আহমেদ গালিব। তাছাড়া শিবির পরিচালনা করতেসহযোগিতায় ছিলেন সৌম্যব্রত দত্ত, সেক্রেটারি হার্ট কেয়ার সোসাইটি অব আসাম, করিমগঞ্জ চ্যাপ্টার। তাছাড়া বাল্মীকি দেব রায়, শঙ্কর ঘোষ, অপরাজিতা দত্ত প্রমুখ।

Spread the News
error: Content is protected !!