স্বাস্থ্য সেবা উৎসব ৩.০ সম্পন্ন পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : পাথারকান্দি স্বাস্থ্য কেন্দ্রে সম্পন্ন হল স্বাস্থ্য সেবা উৎসব ৩.০।মস্বাস্থ্য পরিষেবার পরিকাঠমোগত মূল্যায়ন ও সার্বিক উন্নতির লক্ষ্যে আজ শ্রীভূমি জেলার অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দিতে ও স্বাস্থ্য সেবা উৎসব ৩.০ সম্পন্ন হল। এ উপলক্ষ্যে এক্সট্যারনেল এসোসার হিসেবে উপস্থিত ছিলেন পাথারকান্দি সার্কল অফিসার বলীন বাবা বালারী ও শিলচর মেডিক্যাল কলেজের ডাঃ দীপ্তিজিৎ পাল।
এদিন সকালবেলা উভয়েই হাসপাতালের এসডিএমও ডাঃ বিকে সিং সহ বিভাগীয় কর্মকর্তারাদের সঙ্গে নিয়ে হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁরা পৃথক পৃথকভাবে হাসপাতালের বিভিন্ন বিভাগ সহ ডাক্তার নার্স ও রোগীদের সঙ্গে চিকিৎসা ব্যাপারে আলোচনা করেন। পাশাপাশি হাসপাতালের বাহিরের দিকগুলো পরিদর্শন করেন। এবং অতি স্বল্প সংখ্যক কর্মীদের দিয়ে ধারাবাহিক ভাবে স্বাস্থ্য পরিষেবা চালিয়ে যাবার জন্য তারা প্রত্যেককেই হাসপাতালের প্রত্যেক কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। এর আগে হাসপাতালের পক্ষ থেকে আগত অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরে তারা উভয়েই পৃথক পৃথকভাবে হাসপাতাল চত্বরে দু’টি মূল্যবান বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান জানান।
এদিন হাসপাতালের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিএমও অ্যান্ড এইচও ডাঃ বিকে সিং, ডাঃ রাজেশ কালোয়াড়, ব্লক প্রোগ্রাম ম্যানেজার সোমেন্দ্র দাস, একাউন্টেট জালাল আহমদ, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির ব্লক কোর্ডিনেটর সঞ্জয় ভট্টচার্য্য, ফার্মাসিস্ট আমজাদুর রহমান বড়ভূঁইয়া, ল্যাব টেকনিশিয়ান পবন জ্যোতি বরা, মালু মিয়া, এক্সরে টেকনিশিয়ান সুজিত রায়, কাজী মোহম্মদ শরিফ উদ্দিন, ধীরাজ চৌধুরী, শ্রীমন রাংহন, বিজয় সিনহা, মবরুর হোসেন, রূপনি বাসফর, লক্ষী রবিদাস, রাধিকা রবিদাস, ডেমো মনরুল ইসলাম, ম্যালেরিয়া বিভাগের সুব্রত দাস, সতীশ দাস, এলএইচভি তৃপ্তিরানি নাথ, স্টাফ নার্স রিমা দাস, মুক্তি গোস্বামী, রেবা দাস, মমি সিনহা, সালফানা বেগম বড়ভুইয়া, ইরান লালপুই, সারিজা ইয়াসমিন, জুমি নাথ, আসমিরা পারভিন চৌধুরী, সুমন্ত শর্মা, আশাকর্মী বেলা রানী দাস, সীমা কাপালি প্রমুখ।নব