ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার প্রধানশিক্ষক
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বিহালিতে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুশিষ্যের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছে এক শিক্ষক। প্রাপ্ত তথ্য অনুসারে, বিহালী প্রাথমিক শিক্ষা খণ্ডের অন্তর্গত বটিয়ামারীর পবিত্রাদেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিন কন্দ-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তাঁরই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষকের নির্যাতনের শিকার হয়ে ছাত্রীটি গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরও বিদ্যালয়ে পড়তে যায়নি। বিদ্যালয় খোলার পরেও শিশুটি বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় অভিভাবকরা খোঁজখবর নিলে ছাত্রীটি প্রধান শিক্ষক সাজিন কন্দের দ্বারা চালানো সেই ভয়ংকর যৌন নির্যাতনের ঘটনাগুলি খুলে বলে। ছাত্রীটির অভিভাবকদের মতে, প্রধান শিক্ষক পাঠদানের সময়েই ছাত্রীটিকে যৌন নির্যাতন করতেন। উপরন্তু, ‘বিশেষভাবে পড়ানোর’ অজুহাতে তাঁকে নিজের কক্ষে ডেকে নিয়ে, স্নেহ দেখানোর নাম করে যৌন নিগ্রহ করতেন।
ছাত্রীটির মুখে পুরো ঘটনা জানার পর তার অভিভাবক বিহালী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। সেই এজাহার পেয়ে বিহালী পুলিশ যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক চাজিন কন্দের বিরুদ্ধে 78/25U/S74/75(2)BNS, R/W SEX 10 OF POSCO ACT, R/W SEC 75 OF JJ ACT অধীনে মামলা রুজু করে। মামলার পর শিক্ষককে তার ঘর থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর তদন্তে নেমে আরও চারটি এমন অভিযোগ পেয়েছে পুলিশ। লম্পট শিক্ষকের ঘর বিহালির বাঘমারিতে বলে জানা যায়।