শ্রীভূমি স্বাস্থ্যকেন্দ্রের হেড অ্যাসিস্টেন্ট সাময়িক বরখাস্ত
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : শ্রীভূমি স্বাস্থ্যকেন্দ্রের অ্যাডিশনাল সিএমও কার্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বুধবার স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তার নির্দেশে হেড অ্যাসিস্টেন্ট সাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ মতে জানা গেছে, সাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তাঁর এক মহিলা সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে জেলা প্রশাসন।
জেলা আয়ুক্তের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত চালায় এবং তদন্তের শেষে সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপরেই স্বাস্থ্য দপ্তরের কাছে তাঁর বরখাস্তের সুপারিশ পাঠানো হয়।
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বুধবার সাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনায় শ্রীভূমি স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সহকর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষে, আবার কেউ বিস্ময় প্রকাশ করছেন।

বর্তমানে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চলছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা গেছে স্বাস্থ্য দপ্তরের সূত্র।