চলন্ত ট্রেন থেকে ধাক্কা আরপিএফের, মৃত্যু হকারের

১৩ জুন : জাতীয় বাংলা সম্মেলনের হকার, রাকেশ ঘোষাল, বয়েস ৪৫ বছর, দক্ষিনেশ্বরের বাসিন্দা, জম্মু মেলে হকারি করছিলেন। বুধবার সকাল ১১-১২’র দিকে কামারকুন্ডুর কাছে RPF ওই হকার ট্রেনে উঠতে গেলে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারে। হকারটি ভারসাম্য হারিয়ে ট্রেন লাইনের নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ বাদে সিঙ্গুর হাসপাতালে(Singur Hospital) তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। ওই ট্রেনে থাকা অন্যান্য হকাররা অভিযোগ করেন তাদের মত মৃত হকার সংবাদপত্র বিক্রি করছিলেন জম্মু মেলে(Jammu Mail)। আরপিএফ(RPF) তাকে ট্রেনে ধরে মারধর করে এবং কামারকুন্ডু স্টেশন(Kamarkundu Station) এর নামিয়ে দেয়। এরপর প্ল্যাটফর্মে আরপিএফ জওয়ানদের সঙ্গে ওই সংবাদপত্র বিক্রেতার তুমুল বচসা বাঁধে। ট্রেনটি কিছুক্ষণ কামারকুন্ডু স্টেশনে দাঁড়ানোর পর আবার চলতে শুরু করলে ওই সংবাদপত্র বিক্রেতা চলন্ত ট্রেনে উঠতে গেলে এবার তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারে।

ভারসাম্য রাখতে না পেরে ওই হকার ট্রেনের নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পায়। বেশ কিছুক্ষণ ট্রেনের নিচে লাইনে অচৈতন্য হয়ে পড়ে থাকে ওই হকার। এরপর জিআরপি পুলিশ এসে ওই আহত রক্তাক্ত হকারকে উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্যান্য হকারদের মধ্যে। তারা সকলে দোষী আরপিএফ জওয়ানদের শাস্তির দাবি তোলে। অভিযোগ প্রায়সই হকারদের(Hawker) সঙ্গে দুর্ব্যবহারে জড়িয়ে পড়ছেন আরপিএফ জওয়ানরা। চলন্ত ট্রেনে হকারি করে কয়েক হাজার হকার তাদের পরিবার সহ নিজেদের রুজি রোজগার করে থাকেন। কিন্তু রেল কর্তৃপক্ষ চলন্ত ট্রেনে হকারদের এই হকারি নিষিদ্ধ ঘোষণা করেছে।

Author

Spread the News