টাইব্রেকারে সেভের হ্যাটট্রিক পর্তুগাল কিপারের, আটে ফ্রান্সও

২ জুলাই : ১২০ মিনিটে হিরো, টাইব্রেকারে ভিলেন। গোটা ম্যাচে গোলের নীচে দুর্দান্ত পারফরম্যান্সের পর টাইব্রেকারে পরপর তিন গোল হজম জ্যান‌ ওবলাকের।‌ টাইব্রেকারে সেভের হ্যাটট্রিকে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুললেন দিয়েগো কোস্তা।‌ নিমেষের মধ্যে বদলে গেল সবকিছু। পরপর তিনটে শট বাঁচালেন কোস্তা। আন্তর্জাতিক আঙিনায় এমন উদাহরণ আছে কিনা জানা নেই। সোমবার রাতে স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল। গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা।

এ দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স। ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিলেন ডি ব্রুইনা-লুকাকুরা। ম্যাচের ৮৫ মিনিটে জান ভেনটোরগেনের আত্মঘাতী গোল বেলজিয়ামের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। শেষবেলায় আক্রমণে ঝড় তুলেও আর তারা ম্যাচে ফিরতে পারেনি। দুর্দান্ত কিছু সেভে ফ্রান্সকে বেশ কয়েকবার নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক মাইগনান।

Author

Spread the News