হারল শিলচর ও শ্রীভূমি
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : কনকলতা বরুয়া ট্রফি সিনিয়র আন্তঃজেলা মহিলা ক্রিকেটে হাইলাকান্দির কাছে হারলো শ্রীভূমি। অপরদিকে, হোজাইয়ের কাছে ৩ রানে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল শিলচরের মহিলা ক্রিকেট দল। ডিফুতে রবিবার প্রথম ম্যাচ টানা বৃষ্টির দরুন পাঁচ-পাঁচ ওভারের খেলা হলে শিলচর ধরাশায়ী হয় হারিয়ে হোজাইর কাছে। আগে ব্যাট করে ৪ উইকেটে ২৪ রান করেছিল হোজাইয়ের মেয়েরা। জবাবে ২৫ রান করতে ব্যর্থ হয় শিলচর। তারা ২ উইকেটে ২১ রান করতে সক্ষম হয়।
এদিকে, পড়শি হাইলাকান্দির কাছে ১৯.৩ ওভারে ৬৭ রানে অলআউট হয়ে যায় শ্রীভূমি। কালঞ্জয়ী দাস ২৫ বলে ১৩ এবং মৃত্তিকা সরকার ৪৫ বলে ১১ রান করেন। হাইলাকান্দির কুলসুমা বিবি লস্কর শিকার করেন ২ উইকেট। জবাবে রেশমি সিনহা ৪৬ বলে ২৫ রান করে হাইলাকান্দিকে জয়ের পথে নিয়ে যান। এক বল বাকি থাকতে ১৯.৫ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তুলে ফেলে হাইলাকান্দি।