হরিনগরকাণ্ড : প্ররোচনামূলক ভিডিও পোস্ট নিয়ে উদ্বিগ্ন বরাকবঙ্গ
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : কাছাড় জেলার জয়পুর থানার হরিনগরে সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেভাবে প্ররোচনামূলক ভিডিও পোস্ট করা হচ্ছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এভাবে অবিরত উত্তেজনা ছড়ানোর চেষ্টার দরুন জাতিগত সম্প্রীতির রক্ষার ক্ষেত্রে অন্তরায় তৈরি হচ্ছে বলে সম্মেলন মনে করছে। এ ব্যাপারে সব মহলকে সতর্ক থাকার আবেদনও রেখেছে সংগঠন।
এই উদ্ভুত পরিস্থিতিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল গতকাল সোমবার হরিনগর বাজার এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং শান্তি ও প্রীতির পরিবেশ যাতে কেউ ক্ষুন্ন করতে না পারে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেন।
এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি সাত্যকি দাস, সম্পাদক রাণাজিৎ দাস, শিল্পজিৎ পাল, সিয়ারাম যাদব, সুশান্ত ভট্টাচার্য, কার্তিক রায় ও রূপম দেব। তাঁরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শীঘ্র এর সমাধান কল্পে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। প্রতিনিধি দলটি এ দিন জয়পুর থানার ওসির সঙ্গেও দেখা করে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাঁর কাছে আর্জি জানিয়েছেন তারা। বিশেষ করে, সামাজিক মাধ্যমে যেভাবে কুরুচিকর মন্তব্য প্রচার করা হচ্ছে সে ব্যাপারে প্রতিনিধি দল তার দৃষ্টি আকর্ষণ করেন।