হরিচরণ মহামায়া স্কুলে ‘কর্তব্য সে বিকাশ’ যোজনার অন্তর্গত সচেতনামূলক কর্মসূচী

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : কর্তব্য সে বিকাশ যোজনার অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধানে উল্লেখিত নাগরিকের মৌলিক কর্তব্য, জাতীয়তাবোধ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির মাধ্যমে জাতীয় সংহতি মজবুত করার লক্ষে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য্যর নির্দেশে ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার হাইলাকান্দি লক্ষীসহরের হরিচরণ মহামায়া গার্লস স্কুলে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক ড. শতানন্দ ভট্টাচার্য ও আইনজীবী ড. কামাল হুসেন চৌধুরী সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে এই বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন।

তাঁরা বলেন, ছোটবেলা থেকে যদি দেশাত্মবোধ ছেলে মেয়েদের মনে জাগিয়ে তোলা না যায় তাহলে ভবিষ্যতে সুনাগরিক হওয়া সম্ভব নয়। তাই শিশুকাল থেকেই একজন নাগরিক হিসেবে তার মৌলিক কর্তব্য সম্পর্কে জানা আবশ্যক। বক্তারা ভারতের সংবিধানে  ৫১(এ) ধারায় ১৯৭৬ সনে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে উল্লেখিত নাগরিকের ১১ টি মৌলিক কর্তব্য নিয়ে বিস্তৃত আলোচনা করেন। বক্তারা ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন উদাহরণ তুলে ধরে জাতীয়তাবোধ জাগাতে সকলের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করে দেশ এবং জাতিকে ভালবাসার কথা বলেন। তারা বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচি রূপায়ণের মাধ্যমে জাতীয় সংহতি মজবুত করে দেশের বিভিন্ন রাজ্যের নানা সংস্কৃতি, আচার, খাদ্যাভ্যাস সবকিছুকে এক সুতোয় গাঁথার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আলোচনায় হরিচরণ স্কুলের প্রধান শিক্ষক ধুর্জ্যোটি বিশ্বাস, কম্পিউটার শিক্ষক সুরক্ষা দাস ও জাহারিয়াল আবেদীন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজ পরিচালনা করেন শতানন্দ ভট্টাচার্য।

উল্লেখ্য, অসমের রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য্যের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় এই কার্যসূচি পালনের জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যা বাস্তবায়িত করছে নেহরু যুব কেন্দ্র এবং শিক্ষা বিভাগ। এব্যাপারে রাজ্যোপালসহ সব উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভরে, অতিরিক্ত জেলা আযুক্ত ত্রিদিব রায়, বিদ্যালয় পরিদর্শক অনুপ দত্ত, নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর মেহবুব আলম লস্কর, এমটিএস অঙ্কিতা ভৌমিক প্রমুখ। প্রসঙ্গত  হাইলাকান্দিতে মোট ৮টি বিদ্যালয়ে এধরনের অনুষ্ঠান হবে।

হরিচরণ মহামায়া স্কুলে 'কর্তব্য সে বিকাশ' যোজনার অন্তর্গত সচেতনামূলক কর্মসূচী
হরিচরণ মহামায়া স্কুলে 'কর্তব্য সে বিকাশ' যোজনার অন্তর্গত সচেতনামূলক কর্মসূচী

Author

Spread the News