দার্বি চা-বাগানে ৫৫ বছরের ঐতিহ্য ধরে রেখে হনুমান পূজা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : কাছাড় জেলার দার্বি চা বাগানে অবস্থিত ৫৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে এবছরও যথারীতি হনুমান পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার এই পূজার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বাসিন্দা, চা-বাগানের শ্রমিক এবং আশেপাশের এলাকার শতাধিক ভক্ত সমাগম করেন।

পূজার শুরুতে ভোরে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে ভক্তরা হনুমান মূর্তিতে গঙ্গাজল, সিঁদুর ও লাল ফুলের মালা অর্পণ করেন। শাস্ত্র মেনে পিপল পাতায় শ্রীরামের নাম লিখে মালা তৈরি করে হনুমানকে নিবেদন করা হয়। এছাড়া, বজরঙ্গবলীর প্রিয় লাড্ডু ও তুলসী পাতাসহ ভোগ নিবেদন করা হয়। পূজার সময় হনুমান চালিসা ও সুন্দরকাণ্ড পাঠ করা হয়, যা মন্দির প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে।

স্থানীয়দের মতে, এই মন্দিরটি ১৯৮০ সালে চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে প্রতি বছর এই পূজা শক্তি, সাহস ও সমৃদ্ধির জন্য ভক্তদের মধ্যে আলাদা গুরুত্ব বহন করে। মন্দির কমিটির সদস্য গোপাল ধবি জানান, “এই পূজা আমাদের ঐতিহ্যের অংশ। এটি কেবল ধর্মীয় অনুষ্ঠানই নয়, আমাদের সম্প্রদায়ের ঐক্যের প্রতীকও।”

পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভক্তরা বিশ্বাস করেন, হনুমানজির আশীর্বাদে তাদের জীবনের সকল প্রতিবন্ধকতা দূর হবে এবং সমৃদ্ধি আসবে।

এই পূজা কাছার জেলার দার্বি চা বাগানের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।

Spread the News
error: Content is protected !!