ঐতিহ্যবাহী অম্বিকেশ্বর শিবমন্দিরে হনুমান জয়ন্তী পালন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচর অম্বিকাপট্টিস্থিত ঐতিহ্যবাহী অম্বিকােশ্বর শিবমন্দির প্রাঙ্গণে হনুমান জয়ন্তী পালন করা হয়। শনিবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। প্রথমে শ্রীরাম স্ততি পাঠ, হনুমান চালিশা পাঠ, সুন্দর কাণ্ড পাঠ, সকাল ১১ টায় পুষ্পাঞ্জলী প্রদান করা হয, ১১ টা ৪০ মিনিটে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন, মধ্যাহ্ন আরতি এবং  দুপুর এক টায় মধ্যে পূজা বিধি সমাপ্তি হয়। এর বিকেল পাঁচটা তিন মিনিট থেকে হনুমানজির বিভিন্ন প্রকারের ভোগ পুনরায় নিবেদন করা হয়, সন্ধ্যা সাতটার পর উপস্থিত সর্বসাধারণ ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সম্পাদক সিদ্ধার্থ বণিক বলেন, হিন্দু পুরাণ অনুসারে, ভগবান হনুমান হলেন শিবের ১১তম রুদ্র অবতার, যিনি বায়ুদেবতা বায়ুর আশীর্বাদে অঞ্জনা ও কেশরী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্ম চৈত্র পূর্ণিমায় শুভ গ্রহগতিতে হয়েছিল বলে জানা যায়, যা ঐশ্বরিক উদ্দেশ্য এবং স্বর্গীয় শক্তির প্রতীক। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন ক্লাবের উপদেষ্টা তথা কবি-লেখক ও নেতাজি গবেষক নীহাররঞ্জন পাল, সভাপতি মনোতোষ পাল, কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন, কার্যকরী সদস্য সুজিত দেব, বিকাশ দেব, বিপ্লব দেব, সোমা দেব, ময়ূর গুপ্ত, রুপালি দাস, অভিষেক দেব, বিথীকা দেব প্রমুখ।

Author

Spread the News