ধলেশ্বর সেতু থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

বরাক তরঙ্গ, ৫ জুলাই : সাতসকালেই ধলেশ্বর রেলওয়ে সেতু থেকে উদ্ধার এক উঠতি যুবকের ঝুলন্ত মৃতদেহ। পাঁচগ্ৰাম ধলেশ্বর রেলওয়ে ব্রিজ থেকে সুরজিৎ দাস (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সাতসকালে ধলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরজিৎ রাত ১২ টার পর বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর শুক্রবার সকালে এলাকাবাসী তার ঝুলন্ত মরদেহ প্রত্যক্ষ করে পাঁচগ্ৰাম পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদেহ হচ্ছে পাঁচগ্ৰাম এলাকার শেখর দাসের ছেলে সুরজিৎ দাসের। শুক্রবার সকালে বাড়ির পাশেই ধলেশ্বর রেলওয়ে ব্রিজের নিচে থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবার ও থানা-পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি রেলপথে হওয়ায় বদরপুর রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে বদরপুর রেলওয়ে পুলিশ এসে মরদেহ টি উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তার এই আত্মহত্যার পেছনে কি কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা জানা যায়নি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেওয়া হবে।

Author

Spread the News