ঈদের রাতে হামদ ও নাতে রাসুল মহফিল উত্তর কৃষ্ণপুরে

বরাক তরঙ্গ, ২১ মার্চ : অন্যান্য বছরের মতো ঈদের রাতে হামদ ও নাতে রাসুল মহফিলের আয়োজন করছে কাছাড় সুন্নি ফাউন্ডেশন। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজার সংলগ্ন কাছাড় প্যালেসে অনুষ্ঠিত হবে মহফিল। এই মহফিলে আসছেন উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে ভারত বিখ্যাত নাত খা হাফিজ মোহাম্মদ গোলাম সাব্বির এলাহাবাদি। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি।

এই অনুষ্ঠানেকে সফল করে তোলার আহ্বান জানান মাওলানা সাব্বির হোসাইন আল আজহারি এবং কাছাড় সুন্নি ফাউন্ডেশনের প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন বড়ভূইয়া। সাংবাদিক সম্মেলন করে তাঁরা বলেন এই অনুষ্ঠানে মুখ্য না’ত খা হিসেবে আসছেন সূদর উত্তরপ্রদেশর এলাবাদ থেকে ভারত বিখ্যাত নাত খা  হাফিজ মোহাম্মদ গোলাম সাব্বির এলাহাবাদি। এছাড়াও বরাক উপত্যকার বিশিষ্ট  নাত খা-রা নাত পরিবেশন করবেন।
অনুষ্ঠানকে সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

ঈদের রাতে হামদ ও নাতে রাসুল মহফিল উত্তর কৃষ্ণপুরে

এদিন সাংবাদিক সম্মেলনে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মাওলানা আনোয়ার শাক্কাফি, আলহাজ আইয়ুব উদ্দিন লস্কর,  লস্কর মহিবুল হক মজুমদার, আলহাজ হোসেন আহমদ মজুমদার, শিপন মজুমদার, আলহাজ ইসলাম উদ্দিন লস্কর, মওলানা আব্দুল কাদির আত্তারি, আর্শাদ মজুমদার , লাকি আহমদ, শাকিল আহমদ , আফসার হোসেন, রমিজ উদ্দিন লস্কর, আফজাল হোসেন মুন্না, মেহবুব আহমেদ প্রমুখ।

ঈদের রাতে হামদ ও নাতে রাসুল মহফিল উত্তর কৃষ্ণপুরে
Spread the News
error: Content is protected !!