হামাসকে সমর্থন, ভারতীয় পড়ুয়ার ভিসা বাতিল
১৫ মার্চ : হামাসকে সমর্থনের জন্য রঞ্জনী শ্রীনিবাসন নামে এক ভারতীয় পড়ুয়ার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন তাঁকে সামরিক বিমানে এদেশে পাঠানোর আগেই দেশ ছাড়লেন ওই পড়ুয়া। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে রঞ্জনীকে হন্তদন্ত হয়ে বিমানবন্দরে ছুটতে দেখা যাচ্ছে। কটাক্ষের সুরে নোয়েম বলেছেন, ‘সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলা কারও এদেশে থাকা উচিত নয়।’
রঞ্জনী শ্রীনিবাসন নগর পরিকল্পনা নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিলেন। মার্কিন প্রশাসনের অভিযোগ, হিংসা ও সন্ত্রাসবাদের প্রচারের পাশাপাশি হামাসের পক্ষেও সমর্থন করেছেন ওই পড়ুয়া। এমনকি অংশ নিয়েছিলেন ফিলিস্তিন-পন্থী বিক্ষোভে। সেকারণে ৫ মার্চ তাঁর ভিসা বাতিল করা হয়। ১১ মার্চ সিবিপি হোম (CBP Home) অ্যাপ ব্যবহার করে রঞ্জনী মার্কিন-মুলুক ছেড়েছেন।
এক্স হ্যান্ডেলে ক্রিস্টি নোয়েম বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস এবং পড়াশোনার জন্য ভিসা পাওয়া একটি সৌভাগ্যের বিষয়। যখন আপনি সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেন, তখন সেই সুযোগ বাতিল করা উচিত এবং আপনার এই দেশে থাকারও দরকার নেই। সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে স্বেচ্ছা নির্বাসনের জন্য সিবিপি হোম অ্যাপ ব্যবহার করতে দেখে আমি খুবই আনন্দিত।’
প্যালেস্টাইনের সমর্থনে প্রায়ই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। গত সপ্তাহে ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদ খলিলকে গ্রেপ্তার করে আমেরিকার পুলিশ। ক্যাম্পাসে ফিলিস্তিন-পন্থী বিক্ষোভের নেতৃত্বে ছিল সে। তার গ্রিন কার্ড বাতিল করা হয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।
