৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

২০ জানুয়ারি : অবশেষে ৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস। রেড ক্রসের তরফে ওই পণবন্দিদের ইজরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা নিজেদের বাড়িতেও পৌঁছে গিয়েছেন বলে জানা গেছে। পণবন্দিদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ইজরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে আপাতত দাঁড়ি পড়ল বলেই মনে করা হচ্ছে। দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তিন মহিলা পণবন্দি রোমি গোনেন, ডোরন স্টেইনব্রিচার ও এমিলি দামারিকে হামাসের মুখোশধারী জঙ্গিরা রেডক্রসের হাতে তুলে দিচ্ছে।

ইজরায়েলের এক আধিকারিক জানিয়েছেন, রেড ক্রসের তরফে জানানো হয়েছে, তিন পণবন্দিই বর্তমানে সুস্থ আছেন।  জানা গেছে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী  দফায় দফায় মোট ৩৩ জন পণবন্দিকে মুক্ত করবে হামাস। অন্যদিকে প্যালেস্টানের বন্দি নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য  ওয়েস্ট ব্যাংকে একটি বাস তৈরি রাখা হয়েছে। হামাসের তরফে জানানো হয়েছে মুক্তিপ্রাপ্ত নাগরিকদের প্রথম দলে ৬৯ জন মহিলা ও ১৯ জন কিশোর ও যুবক আছে।

যদিও এদিন  যুদ্ধবিরতির চুক্তি প্রায় ভেস্তে যেতে বসেছিল।  বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় হামাস পণবন্দিদের তালিকা প্রকাশ না করলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। রবিবার সকাল থেকে ইজরায়েলের তরফে গাজায় হামলাও চালানো হয়। যাতে অন্তত ১৩ জন প্যালেস্টাইনের নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর হামাসের তরফে ৩ পণবন্দির নামের তালিকা প্রকাশ করা হয়। আজই তাদের মুক্তি দেওয়ার কথাও জানানো হয়। এরপরই যুদ্ধবিরতি কার্যকর করে ইজরায়েল।

৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস
৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

Author

Spread the News