৪০ বছর ধরে সঞ্চয়, হজের স্বপ্ন পূরণ দম্পতির

২১ মে : হজের স্বপ্ন পূরণে ৪০ বছর ধরে সঞ্চয় করেছেন ইন্দোনেশীয় এক দম্পতি। অবশেষে ২০২৫ সালে স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। এ বছর হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন তারা।

তাদের এই যাত্রা সহজ হয়েছে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ নামের একটি কর্মসূচির মাধ্যমে, যা ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের হাজিদের জন্য হজযাত্রাকে সহজ করতে কাজ করে।

লেগিমান নামের ওই ব্যক্তি একজন পরিচ্ছন্নকর্মী। তার স্ত্রী ১৯৮৬ সাল থেকে হজের জন্য টাকা জমাতে শুরু করেছিলেন। আর্থিক টানাপোড়েন ও সাদামাটা জীবনের মধ্যেও তারা হজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অবশেষে তাদের কয়েক বছরের প্রচেষ্টা সফল হয় এ বছর হজের জন্য নিবন্ধন করার মাধ্যমে।

লেগিমান সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) বলেন, “হজের স্বপ্ন পূরণ হতে চলেছে, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি কখনো ভাবিনি, নিজ চোখে পবিত্র কাবা শরিফ দেখতে পাবো। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আর ধন্যবাদ জানাই মক্কা রুট ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত সকলকে, তাদের কারণে এই প্রক্রিয়াটি খুবই সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”
খবর : ঢাকাপোস্ট।

৪০ বছর ধরে সঞ্চয়, হজের স্বপ্ন পূরণ দম্পতির
Spread the News
error: Content is protected !!