হজ প্রশিক্ষক কুতুব উদ্দিন মাঝারভূইয়াকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : অসমের সুপরিচিত হজ প্রশিক্ষক আলহাজ কুতুব উদ্দিন মাঝারভূইয়াকে বিপুল সংবর্ধনা জানানো হল শিলচরে। শিলচরে মাঝারভূইয়ার হজ প্রশিক্ষণের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ তৈমুর রাজা চৌধুরীর পৌরোহিত্যে স্থানীয় মরকজ ভবনে এবারের হজযাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তাঁকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। তাঁর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন যথাক্রমে হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, মাহিব হোসেন বড়ভূইয়া, সাব্বির আহমদ চৌধুরী, সামসুল হক লস্কর, প্রাক্তন খাদিমুল হুজ্জাজ মিলন উদ্দিন লস্কর, সয়ফুল ইসলাম মজুমদার, আজিজুর রহমান চৌধুরী, আমির হোসেন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর, লুৎফুর রহমান বড়ভূইয়া প্রমুখ।
এদিন শিলচরে দু’মাসব্যাপী হজ প্রশিক্ষণের সমাপ্তি দিবস ছিল। এদিন প্রশিক্ষকের হাতে এবারের প্রশিক্ষণের সাম্মানিকও তুলে দেওয়া হয়।সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতির ভাষনে, তৈমুর রাজা চৌধুরী প্রশিক্ষক আলহাজ কুতুব উদ্দিন মাঝারভুইয়াকে টানা ২৫ বছর শিলচরে হজ প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার জন্য জেলা হজ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।পাশাপাশি তিনি হজযাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে হজব্রত চলাকালে ধর্মীয়, আচার আচরণ পালনের পাশাপাশি অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার জন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। সেই সঙ্গে নিজের আত্মীয় পরিজন সহ দেশের কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়ার আর্জি জানান।