মক্কায় মৃত্যু জিরিবামের হাজি জয়নুল হকের
বরাক তরঙ্গ, ২৫ জুন : মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে মৃত্যু হল মণিপুরের জিরিবাম বাবুপাড়ার বাসিন্দা জয়নুল হক বড়লস্করের। রবিবার তিনি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করে কোনও সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার হাসপাতাল থেকে এ খবর পেয়ে সঙ্গে থাকা অন্য হাজিরা হাসপাতালে গিয়ে মৃতদেহ হাজি জয়নুল হকের বলে সনাক্ত করেন।
প্রয়াত জয়নুল হক বড়লস্কর কাছাড় জেলার রংপুর পাইনতলার আদি বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি জিরিবাম বাবুপাড়ায় বসবাস শুরু করেন। প্রয়াত হাজি বড়লস্কর রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ আত্মীয়স্বজন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের আবহ তৈরি হয়েছে।