শিক্ষা বিভাগের প্রাক্তন হেড অ্যাসিটেন্ট হাজি নিজাম উদ্দিন বড়ভূইয়া প্রয়াত

বরাক তরঙ্গ, ১৭ জুন : দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা তথা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত হেড অ্যাসিটেন্ট হাজি নিজাম উদ্দিন বড়ভূইয়া আর নেই। মঙ্গলবার সকাল ১১ টায় মস্তিষ্ক রক্তক্ষরণ ঘটলে প্রয়াত হন। বয়স হয়েছিল ৭২ বছর। সকালে প্রতিদিনের মতো বাড়ির সাধারণ কাজকর্মও করেন। হঠাৎ সাড়ে দশটা নাগাদ শরীরের অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে সোনাবাড়িঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রয়াত বড়ভূইয়া হাইলাকান্দি, শিলচর, নরসিংহপুর শিক্ষা খণ্ডে সুনামের সঙ্গে কাজ করে শিলচর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের হেড অ্যাসিস্টেন্ট পদ থেকে ২০১৫ সালে অবসর নেন। প্রয়াত বড়ভূইয়ার অমায়িক ব্যবহারে সবার প্রিয় ছিলেন। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতি নাতনি সহ আত্মীয়স্বজন ও গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে শোক জানান দক্ষিণ কৃষ্ণপুরের এপি সদস্য অলক লস্কর, দক্ষিণ সৈদপুর জিপির এপি সদস্যার স্বামী রিপন লস্কর, শহিদুল আলম লস্কর সহ অনেকে। আজ, সন্ধ্যা পাঁচটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

শিক্ষা বিভাগের প্রাক্তন হেড অ্যাসিটেন্ট হাজি নিজাম উদ্দিন বড়ভূইয়া প্রয়াত
Spread the News
error: Content is protected !!