হাইলাকান্দিতে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

বরাক তরঙ্গ, ৩১ মে : খুনের ঘটনায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হল হাইলাকান্দিতে। এ ছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত। এক পুরোনো জমি বিবাদের জেরে খুনের ঘটনায় অভিযুক্ত ছিল বাহার উদ্দিন বড়ভূইয়া নামে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত যুবক।

শুক্রবার হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলনে বাদী পক্ষের আইনজীবী শান্তনু শর্মা জানান, আজ থেকে পাঁচ বছর আগে ৮ নবেম্বর ২০১৯ সনে এই জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই দিন আনুমানিক রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে পেশায় ফেরিওয়ালা জাকির হোসেন বড়ভূইয়া দক্ষিণ হাইলাকান্দির লালা থানার অন্তর্গত কইয়া চা বাগান থেকে নিজের কাজ সেরে দক্ষিণ জোৎস্নাবাদ দ্বিতীয় খণ্ডে সাইকেল চড়ে নিজ বাড়িতে ফেরার পথে রামচণ্ডী বাজারে অভিযুক্ত তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে নৃশংস ভাবে হত্যকাণ্ড করে। ফেরিওয়ালা জাকির হোসেন বড়ভূইয়ার খুড়তুতো ভাই মূল অভিযুক্ত ছিল বাহার উদ্দিন বড়ভূইয়া। জাকিরের স্ত্রী খাদিজা বেগম মাঝারভুইয়া লালা থানাতে ঘটনার বিবরণ জানিয়ে একটি হত্যার মামলা দায়ের করেন। তদানীন্তন লালা থানার ওসি তথা এই হত্যাকাণ্ডের তদন্তকারী আধিকারিক লিটন নাথ লালা থানাতে কেস নং ৫৯৩/১৯ আইপিসি সেসন ৩০২,৩৪ একটি খুনের মামলা রেজিস্ট্রার করে তদন্তে নেমে বাহার উদ্দিন বড়ভূইয়া, আবু বক্কর বড়ভূইয়া ওরফে দিলোয়ার উদ্দিন বড়ভূইয়া ও সালেহ আহমেদ বড়ভূইয়া এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে হাইলাকান্দি আদালতে সোপর্দ করেন।

আইনজীবী শান্তনু শর্মা আরও জানান, এরপর দীর্ঘ পাঁচ বছর বছর ধরে মামলা চলার পর আজ হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজ মাহমুদুল হাসান বড়ভূইয়ার আদালত এক ঐতিহাসিক রায়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মুল অভিযুক্ত বাহার উদ্দিন বড়ভূইয়া (৩৩) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তিনি জানান যে বাকি দুইজন অভিযুক্ত আবু বক্কর ওরফে দিলোয়ার উদ্দিন বড়ভূইয়া এবং সালেহ আহমেদ বড়ভূইয়ার বিরুদ্ধে তেমন উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

Author

Spread the News