নয়া মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে জ্ঞানেশ কুমার
১৮ ফেব্রুয়ারি : ভারতের নয়া মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পেলেন জ্ঞানেশ কুমার। আইনমন্ত্রকের তরফে সোমবার এই ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আইএএস বিবেক যোশিকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থাৎ আজ বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে সিলমোহর পড়ে।
জ্ঞানেশ ১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার। তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন। ২০১৯ সালের অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সময় অমিত শার নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিবও ছিলেন। শোনা যায়, তিনি ৩৭০ ধারা বাতিল বিলের খসড়া তৈরিতে সহায়তা করেছিলেন।
নয়া নির্বাচন কমিশনার ২০২৯-এর ২৬ জানুয়ারি পর্যন্ত পদে থাকবেন। বিরোধী-শাসিত বাংলা, কেরল ও তামিলনাডু এবং এনডিএ-শাসিত বিহার ও অসমে বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন জ্ঞানেশ কুমার।

