গুয়াহাটি বিশ্ববিদ্যালয়েট ছাত্র সংসদের ভিপি-জিএস ABVPর দখলে

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র একতা সভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে ABVP সমর্থিত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে ABVP সমর্থিত প্রার্থী প্রবালজ্যোতি শর্মা জয়লাভ করেছেন, অপরদিকে সভাপতি পদে জয়ী হয়েছেন গুঞ্জন ডেকা।

এদিকে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন AASU (আসু)-এর সমর্থিত প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর হাজরিকা। তেমনি সহঃ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসু-সমর্থিত প্রার্থী বার্বি গগৈ।

মোট ১৮টি পদের জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র একতা সভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা যাচ্ছে, আসু সমর্থিত প্রার্থীরা মোট ৮টি আসনে জয়লাভ করেছে, ABVP সমর্থিত প্রার্থীরা ৫টি, অসম ছাত্র পরিষদ ২টি এবং নির্দল প্রার্থীরা ৩টি আসনে জয়লাভ করেছে।

কোন পদে কে জয়ী হলেন:

সভাপতি: গুঞ্জন ডেকা
সহ-সভাপতি: সিদ্ধার্থ শঙ্কর হাজরিকা
সাধারণ সম্পাদক: প্রবালজ্যোতি শর্মা
সহঃ সাধারণ সম্পাদক (স্নাতকোত্তর): বার্বি গগৈ
সহকারী সাধারণ সম্পাদক (স্নাতক): ধৃতিস্মিতা ডেকা
সাহিত্য বিভাগ: জোনাক ফুকন
সুকুমার কলা বিভাগ: টিংকুমণি কৌশিক
সঙ্গীত বিভাগ: প্রীতিমল্লিকা খনিকর
সাংস্কৃতিক বিভাগ: পঙ্কজ মেধি
তর্ক ও আলোচনা বিভাগ: সিদ্ধার্থ দোয়ারা
গুরুক্রীড়া বিভাগ: কংকেশ্বর বড়ো
লঘুক্রীড়া বিভাগ: সুদীপ দাস
ক্রীড়া (স্নাতকোত্তর): আয়ুষ গৌতম
ক্রীড়া (স্নাতক): ভূয়সী বরুয়া
ছাত্র বিশ্রাম কক্ষ: উদয়ন নাথ
ছাত্রী বিশ্রাম কক্ষ: গার্গি পাল
শরীর চর্চা বিভাগ: পূর্বা বরগোহাঁই
সমাজসেবা বিভাগ: চিন্টু থাপা

Spread the News
error: Content is protected !!