গুয়াহাটি ট্রাফিক পুলিশের পোশাকের রং বদল

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : অতীত হবে গুয়াহাটির ট্রাফিক পুলিশের আকাশি রঙের পোশাক। পুলিশকে আবার পরতে হবে সাদা ইউনিফর্ম। স্বাধীনতা দিবসের দিনেই এই নির্দেশ দিয়েছেন ট্রাফিক ডিসিপি।

শনিবার থেকে সাদা পোশাক পরবেন গুয়াহাটির ট্রাফিক পুলিশরা। বিভিন্ন জনের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা, পথ নিরাপত্তা বিশেষজ্ঞ, এবং সাধারণ মানুষের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত।

সাদা পোশাকের পক্ষে মত জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারাও। অসম পুলিশের ইতিহাসের সঙ্গেও জড়িত ট্রাফিক পুলিশের সাদা পোশাক। রাজপথে সাদা ইউনিফর্মকে বেশি দৃশ্যমান, নিরাপদ ও সুবিধাজনক বলে বিবেচনা করা হয়েছে। ট্রাফিক পুলিশের আকাশি রঙের পোশাক নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের পোশাকের সঙ্গে আংশিক মিল ছিল এই ইউনিফর্মের।

Spread the News
error: Content is protected !!